সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ২০, ২০২১, ১২:২২ পিএম
ফাইল ফটো

মৌলভীবাজার: মৌলভীবাজার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাপ্পা মিয়া নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। 

শনিবার (২০ মার্চ) ভোরে জেলার জুড়ির ফুলতলা ইউপির পূর্ব বটুলী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বাপ্পা মিয়া ওই এলাকার আবদুর রউফের ছেলে।

ফুলতলা ইউনিয়ন পরিষদের সদস্য মইনুদ্দিন মেম্বার এ তথ্য নিশ্চিত করে জানান, শনিবার ভোর ৪টার দিকে পূর্ব বটুলী এলাকায় কাঁটাতারের বেড়ার ওপারে বাপ্পার মরদেহ পাওয়া যায়। বাপ্পা মিয়া গরু ব্যবসায়ী হিসেবে পরিচত। সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে তার মৃত্যুর পর মরদেহটি সেখানে ফেলে রাখা হয়।

জুড়ি থানার ওসি সঞ্চয় চক্রবর্তী জানান, শুক্রবার রাতে বেশ কয়েকজন লোক সীমান্তের ওপারে অবৈধভাবে প্রবেশ করে। এতে বিএসএফ গুলি ছুড়লে সবাই পালিয়ে আসে। তবে তাদের মধ্যে বাপ্পা মিয়া গুলিবিদ্ধ হয়ে মারা যান। তার মরদেহটি এখন কাঁটাতারের ওপারে রয়েছে। এ ঘটনার খবর বিজিবিকে অবগত করা হয়েছে।

সোনালীনিউজ/এমএইচ