কারসাজি করে দাম বাড়ালে ব্যবস্থা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ৯, ২০১৬, ০১:০০ পিএম

পবিত্র রমজান মাস সংয‌মের মা‌স। এ মাসে ব্যবসায়ী‌দের সংযমী হওয়া উচিত। এই রমজানে কারসাজি করে নিত্যপণ্যের দাম বাড়ালে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বৃহস্পতিবার (৯ জুন) সকালে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও মূল্য পরিস্থিতি নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে পর্যালোচনা সভায় মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আমরা ব্যবসায়ী‌দের সঙ্গে ভালো সম্পর্ক রাখ‌তে চাই। তবে কৃ‌ত্রিম সংকট তৈ‌রি ক‌রে প‌ণ্যের দাম বাড়া‌নোর চেষ্টা কর‌লে প্রয়োজনে ক‌ঠিন পদ‌ক্ষেপ নেওয়া হবে।

তিনি আরও বলেন, উৎপাদনকারী ও বিক্রেতা ইচ্ছে করে বাজারে পণ্য কম সরবরাহ করে থাকলেও তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, বর্তমানে চা‌হিদার তুলনায় বাজা‌রে পণ্য দ্রব্যের দাম স্বাভাবিক আছে। আশাকরি এটা বজায় থাকবে। এর আগের দুই বছরও পণ্যের বাজার দর স্বাভাবিক ছিল বলে মন্তব্য করেন মন্ত্রী।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ