বাংলাদেশে করোনা

একদিনে সর্বোচ্চ ১০১ জনের মৃত্যু

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২১, ০৪:৪২ পিএম
ফাইল ছবি

ঢাকা: মহামারি করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ১০১ জন।এটিই দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এনিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাড়ালো ১০ হাজার ১৮২ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে রোগী শনাক্ত হয়েছে ৪ হাজার ৪১৭ জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ১১ হাজার ৭৭৯ জনে।

শুক্রবার (১৬ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরও ৫ হাজার ৬৯৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ২ হাজার ৯০৮ জন।

এর আগে বৃহস্পতিবার দেশে ৪ হাজার ১৯২ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান ৯৪ জন।

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শুক্রবার পর্যন্ত করোনায় মৃত্যু ৩০ লাখ ছুঁয়েছে।করোনার বৈশ্বিক সংক্রমণ ১৩ কোটি ৯৭ লাখ ১০ হাজার ৭০৭ জনে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত সেরে উঠেছেন ১১ কোটি ৮৭ লাখ ৬৩ হাজার ৪৭৯ জন।গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমণ ও মৃত্যু দুটোই বেড়েছে। এদিন ৮ লাখ ৩৭ হাজার ৭২৯ জন শনাক্ত হয়েছে, আগের দিন এই সংখ্যা ছিল ৮ লাখ ১২ হাজার ৬৩৫ জন।গত ২৪ ঘণ্টায় আরও ১৩ হাজার ৮৫৮ জনের মৃত্যু হয়েছে, আগের দিন এই সংখ্যা ছিল ১৩ হাজার ৫৬০ জন।

সোনালীনিউজ/আইএ