প্রধানমন্ত্রীর বিশেষ দূত হচ্ছেন ড. ইউনূস?

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২১, ০২:৪৫ পিএম

ঢাকা: প্রাণঘাতী করোনাভাইরাসের টিকা উৎপাদন সুবিধা সৃষ্টির জন্য নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘বিশেষ দূত’ করার পরামর্শ দিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। 

প্রধানমন্ত্রীর উদ্দেশে লেখা এক খোলা চিঠিতে তিনি এ পরামর্শ দেন। 

সোমবার (১৯ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ে চিঠিটি জমা দেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু।

তবে ডা. জাফরুল্লাহর এ পরামর্শ রাখবেন কি না সে সিদ্ধান্ত একান্তই প্রধানমন্ত্রীর।

Caption

চিঠিতে ডা. জাফরুল্লাহ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১১টি পরামর্শ দিয়েছেন।এর মধ্যে একটিতে তিনি বলেছেন, ট্রিপসের বাধ্যতামূলক লাইসেন্সের মাধ্যমে ভ্যাকসিন উৎপাদন সুবিধা সৃষ্টির জন্য নোবেল লরিয়েট ড. মুহাম্মদ ইউনূসকে আপনার বিশেষ দূত করে ইউরোপে পাঠান।

আরও পড়ুন<<>>প্রধানমন্ত্রীকে জাফরুল্লাহর খোলা চিঠি

চিঠির শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য কামনা করে তাকে নববর্ষের শুভেচ্ছা জানান জাফরুল্লাহ।

সোনালীনিউজ/আইএ