ভূমিকম্পে কেঁপে উঠলো ঢাকাসহ কয়েকটি জেলা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২১, ০৮:৩৭ এএম

ঢাকা: রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের কেন্দ্র ছিল ভারতের আসামে। আন্তর্জাতিক ভূমিকম্প পরিমাপ কেন্দ্র জানায়, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬।

বুধবার (২৮ এপ্রিল) সকাল ৮টা ২৪ মিনিটে এই ভূমিকম্প হয়। বাংলাদেশ  আবহাওয়া অধিদফতর এই তথ্য জানায়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের আসামের শন্তিপুরের ঢেকিয়াজুলি থেকে ১২ কিলোমিটার দূরে। বাংলাদেশ ছাড়াও ভারত, মিয়ানমার, ভুটান, নেপাল ও চীনেও কম্পনটি অনুভূত হয়।

সকালে অনেক জোরে কম্পনের কারণে আতঙ্কে ঘুম ভাঙে অনেকের। তবে এখন পর্যন্ত বাংলাদেশে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে গত ৫ এপ্রিল মৃদু ভূমিকম্পে কেঁপে উঠেছে দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা। প্রায় ৮ সেকেন্ড স্থায়ী এই কম্পনের রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৬।

সোনালীনিউজ/এইচএন