‘সরকারের ব্যর্থতা বাড়ছে’

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ১১, ২০১৬, ০৪:০৩ পিএম

দিন দিন সরকারের ব্যর্থতা বাড়ছে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট আইনজীবী ড. শাহদীন মালিক।

শনিবার (১১ জুন) দুপুরে জাতীয় প্রেসক্লাবে মৌলিক অধিকার সুরক্ষা কমিটি আয়োজিত ‘কল্পনা চাকমা অপহরণ ও পরবর্তী ২০ বছর’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, বর্তমান সরকার যেভাবে দেশ পরিচালনা করছে দিন দিন তাদের ব্যর্থতা বাড়ছে। স্পষ্টত বলা যায় এভাবে দেশ চলতে থাকলে চলমান সহিংসতা আরও বাড়বে।

দেশে গুম-খুন-অপহরণ-ক্রসফায়ার ও পুলিশের বল প্রয়োগ সব দিক থেকে বেড়েছে মন্তব্য করে শাহদীন মালিক বলেন, গত সাতদিনে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে তথাকথিত বন্দুকযুদ্ধে ১০ জন নিহত হন, যা গত ৩০ বছরে হয়নি।

পুলিশ বাহিনীর সমালোচনা করে তিনি বলেন, পুলিশের দায়িত্ব হলো জনগণের সেবক হিসেবে কাজ করা। কিন্তু তারা সেটি না করে সরকারের আনুগত হয়ে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

তিনি আরও বলেন, শুধু অর্থনৈতিক উন্নয়ন দিয়ে একটি দেশের স্থিতিশীলতা রক্ষা করা সম্ভব নয়। যার উদাহরণ লিবিয়া।

দেশের চলমান সহিংসতা বন্ধের জন্য জাতীয় সংলাপ প্রয়োজন বলেও মত দেন এই সিনিয়র আইনজীবী।

ব্যারিস্টার সারাহ হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, আইন ও সালিশ কেন্দ্রের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক নূর খাঁন লিটন প্রমুখ।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ