‘তাকে ফিরিয়ে দিন, নয়ত আমাকে নিয়ে যান’

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ১৬, ২০২১, ০৪:১৬ পিএম

ঢাকা: ধর্মীয় বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনানের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন করেছেন তার স্ত্রী সাবিকুন্নাহার।

বুধবার (১৬ জুন) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটের সাগর-রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলনে স্বামীকে ফিরিয়ে দেয়ার আবেদন জানান তিনি।

তিনি বলেন, ‘সে নিরীহ মানুষ, ভুল বুঝাবুঝি হতে পারে। তাকে আমার কাছে ফিরিয়ে দিন, নয়ত আমাকে তার কাছে নিয়ে যান।’

৮ জুলাই থেকে ত্বহাসহ চারজন নিখোঁজ রয়েছেন। কোথা থেকে কীভাবে নিখোঁজ হয়েছেন এমন তথ্য দিতে পারছেন না আইনশৃঙ্খলা বাহিনীও।

সংবাদ সম্মেলনে সাবিকুন্নাহার প্রধানমন্ত্রীসহ আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আকুতি জানান ত্ব-হাকে খুঁজে বের করতে।

ত্বহার স্ত্রী সাবিকুন্নাহার বলেন, ‘যদি সত্যিকার অর্থে তিনি কোনো অপরাধে যুক্ত থাকেন তাহলে রাষ্ট্রীয় আইনে তার বিচার হোক। আমি কিছু বলব না।’

এসময় ত্ব-হা কোনো দল বা সংগঠনের সঙ্গে যুক্ত নন বলে দাবি করেন সাবিকুন্নাহার।

তিনি বলেন, ‘সে কোনো দলের সঙ্গে যুক্ত নন। আমি আর কিছু যুবক ছাড়া তার পাশে কেউ নেই।’

৮ জুলাই রাতে রংপুর থেকে ফেরার পথে গাবতলী এলাকা থেকে ত্ব-হা, তার দুই সফরসঙ্গী ও গাড়িরচালক গাড়িসহ নিখোঁজ হন।

নিখোঁজ অন্যরা হলেন, আফসানুল আদনান ওরফে আবু ত্ব-হা আদনান, আমির উদ্দিন, ফিরোজ আলম ও আব্দুল মুহিত আনছারী।

ত্ব-হার স্ত্রী বলেন, ‘রংপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার পথে বিকেল ৪টার দিকে ফোনে কথা হয়। দুটি মোটরসাইকেল তাদের অনুসরণ করছিল। তিনি (ত্ব-হা) বলছিলেন, দোয়া করো যেন কিছু না হয়। এর ২০-২৪ মিনিট পর ফোন করে জানান বাইকগুলো চলে গেছে।’

জিও পলিটিক্স নিয়ে কথা বলাই কাল হলো কি না সন্দেহ ত্ব-হার স্ত্রীর

খুতবা ও বক্তব্যে জিও পলিটিক্স নিয়ে কথা বলতেন আবু ত্বহা মুহাম্মদ আদনান। ফিলিস্তিন-ইসরায়েল ইস্যুতে কথা বলতেন ত্বহা।

সাবিকুন্নাহার বলেন, ‘আমার এখন অনেককিছু মনে হয়। তিনি জিও পলিটিক্স নিয়ে কথা বলতেন। ইন্টারন্যাশনাল গোয়েন্দাদের বিষয় হতে পারে।’

এদিকে আবু ত্ব-হা আদনান নিখোঁজের বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে রয়েছে। তার নিখোঁজের রহস্য উদঘাটন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন, কোথায় কী অবস্থায় তিনি আছেন, তার রহস্য উদঘাটন করা হবে। এসময় যারাই আইন ভঙ্গ করছে তাদের আইনের আওতায় আনা হচ্ছে, ভবিষ্যতেও আনা হবে বলে উল্লেখ করেন মন্ত্রী।

সোনালীনিউজ/আইএ