জাতিসংঘের ৭১তম অধিবেশনের সহ-সভাপতি বাংলাদেশ

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ১৪, ২০১৬, ০১:৪৮ পিএম

জাতিসংঘের ৭১তম সাধারণ অধিবেশনের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে বাংলাদেশ।

সোমবার (১৪ জুন) জাতিসংঘ সদর দফতর নিউইয়র্কে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। চলতি বছরের সেপ্টেম্বর শুরু হবে ৭১তম সাধারণ অধিবেশন। বিশ্বের অন্যান্য অঞ্চল থেকে আরও ১৫টি দেশ ভাইস প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছে।

এদিন, এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে বাংলাদেশের নাম প্রস্তাবের পরই তা সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে। এ সময় একই অধিবেশনের প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছেন ফিজির স্থায়ী প্রতিনিধি পিটার থমাস। তিনি বর্তমান প্রেসিডেন্ট মগেন্স লিকটফের স্থলাভিষিক্ত হবেন। গোপন ব্যালটে অনুষ্ঠিত এ নির্বাচনে পিটার থমাসের প্রতিদ্বন্দ্বী ছিলেন সাইপ্রাসের স্থায়ী প্রতিনিধি আন্দ্রিয়াস ডি ম্যাভরোআন্নিস।

১৯৭৪ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ জাতিসংঘের ১৩৬তম সদস্য হয়। ওই বছরই জাতিসংঘ সাধারণ পরিষদের ২৯তম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের সরকারপ্রধান হিসাবে প্রথমবারের মতো জাতিসংঘে ভাষণ দেন। সেসময়ে তিনি বাংলায় বলেছিলেন, ‘এটা একটা ঐতিহাসিক মুহূর্ত, যাতে বাংলাদেশের নিজেদের ভাগ্য নির্ধারণের অধিকার নিশ্চিত করার লড়াইয়ের স্বীকৃতি মিললো।’

বাংলাদেশ জাতিসংঘের গুরুত্বপূর্ণ বিভিন্ন সংস্থায় দায়িত্বপূর্ণ পদে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সর্বোচ্চ সেনা প্রেরণকারী দেশ হিসেবে বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশের অবদান সব দেশের কাছে প্রশংসিত হয়ে আসছে।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ