‘৪ লাখ মামলা বিচারাধীন’

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ১৬, ২০১৬, ০৩:২৭ পিএম

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, হাইকোর্ট বিভাগে বর্তমানে বিচারাধীন মামলার সংখ্যা ৩ লাখ ৯৯ হাজার ৩০৩টি।

বৃহস্পতিবার জাতীয় সংসদের সরকারি দলের সেলিনা বেগমের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।

মন্ত্রী বলেন, ২০১৬ সালে ৩১ মার্চ পর্যন্ত হাইকোর্ট বিভাগে বিচারাধীন মামলার মধ্যে দেওয়ানি মামলা ৮৭ হাজার ৯৬৪টি, ফৌজদারি মামলা ২ লাখ ৪১ হাজার ১৫টি, রিট মামলা ৬৩ হাজার ২৫০টি এবং আদিম মামলা ৭ হাজার ৭৪টি।

সরকারি দলের সদস্য মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়ার প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, মামলার জট হ্রাসের লক্ষ্যে শূন্য পদে বিচারক নিয়োগ, পদ সৃজন, পদোন্নতি ও প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এছাড়া দেওয়ানি কার্যবিধি সংশোধন করে আদালতের বাইরে বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে বিকল্প বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, বর্তমান সরকার দেশে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য বিচারিক ব্যবস্থা দ্রুত ও সহজীকরণে আধুনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কার্যক্রম গ্রহণ করেছে।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ