যথেচ্ছ গণগ্রেফতার বন্ধ করুন : এইচআরডব্লিউ

  • নিউজ ডেস্ক     | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ১৭, ২০১৬, ১২:৩৫ পিএম

চট্টগ্রামে পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী হত্যাকাণ্ডের পর দেশব্যাপী শুরু হওয়া পুলিশে সাঁড়াশি অভিযানে ১০ হাজারের বেশি গ্রেফতারের পর, যথেচ্ছ গণগ্রেফতার বন্ধের জন্য বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। 

বৃহস্পতিবার সংগঠনটির ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়েছে। 

গণগ্রেফতার বন্ধের আহ্বান জানানোর পাশাপাশি সংগঠনটি বলছে, যাদের গ্রেফতার করা হয়েছে, অপরাধে জড়িত থাকার বিশ্বাসযোগ্য প্রমাণের ভিত্তিতে তাদের বিরুদ্ধে অভিযোগ এনে হয় তাদের অবিলম্বে বিচারকের সামনে নিতে হবে নয় তাদের ছেড়ে দিতে হবে। 

বছর দুয়েক হলো বাংলাদেশে যে টার্গেট কিলিং চলছে আইনের আওতায় থেকেই এর সঙ্গে জড়িতদের বিচারের কথাও বলা হয়েছে বিবৃতিতে। 

সোনালীনিউজ/ঢাকা/এএম