বড় ধরনের নাশকতা ঠেকানো সম্ভব হয়েছে

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ১৮, ২০১৬, ১০:৪৪ পিএম

ঢাকা মহানগর উত্তরা বিভাগের ডিসি বিধান ত্রিপুরা বলেছেন, বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারের মধ্য দিয়ে দেশ বড় ধরনের নাশকতা থেকে বেঁচে গেছে। শনিবার (১৮ জুন) রাতে অভিযান চলাকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, হয়তো নাশকতাকারী বড় ধরনের নাশকতার পরিকল্পনা করেছিল। তবে দেশব্যাপী সাঁড়াশি অভিযানের কারণে ভয় পেয়ে তারা অস্ত্রশস্ত্রগুলো খালে ফেলে পালিয়ে যায়।

ডিসি বলেন, ফায়ার সার্ভিসের ডুবুরিরা খাল থেকে ১ হাজার ৬০ গুলি, ৭.৬২ মডেলের ৯৫টি পিস্তল, ৯এমএস ২টি, ২৬১টি ম্যাগাজিন, ১১টি বেওনেট উদ্ধার করেছে। ৮টি ব্যাগে এই অস্ত্রগুলো নিয়ে আসা হয়েছিল বলেও জানান তিনি।

বিধান ত্রিপুরা বলেন, আমাদের অভিযান চলেছে। আগামীকাল রোববার সকালেও এই অভিযান চলবে।

সোনালীনিউজ/ঢাকা/আকন