ঈদ ঘনিয়ে এলেও মহাসড়কে চলছে মেরামত কাজ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ২৭, ২০১৬, ১০:২৭ এএম

ঈদ ঘনিয়ে আসলেও মহাসড়কগুলোতে এখনো চলছে মেরামত কাজ। তবে ঘরমুখো মানুষের ভোগান্তি হবে না এমন আশ্বাসের পাশাপাশি দ্রুত কাজ শেষ করা হবে বলে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ।

এদিকে, যানজট নিরসনে, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে সচেষ্ট থাকার কথা জানিয়েছে হাইওয়ে পুলিশ।

ঘনশালবন। বুক চিরে মসৃণ পিচঢালা পথে ছুটে চলছে গাড়ি। এমন দৃশ্য চোখে পড়বে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে।

ঈদুল ফিতরে যারা নাড়ির টানে এই পথে বাড়ি ফিরবেন তারা পাবেন কিছুটা বাড়তি আনন্দ। তবে এখনো কাজ বাকি রয়েছে কিছু অংশের। দ্রুত কাজ শেষ করার দাবি সড়ক ব্যবহারকারীদের।

ঈদে অতিরিক্ত ভাড়া আদায়, যানবাহনে চাঁদাবাজি বন্ধে সচেষ্ট থাকার কথা জানিয়েছে হাইওয়ে পুলিশ।

এদিকে মেরামত কাজ চলছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কেও। যথাসময়ে কাজ শেষ করতে পারলে এবারের ঈদে যাত্রীরা নির্বিঘ্নেই মহাসড়কে যাতায়াত করতে পারবেন বলে জানিয়েছে সড়ক জনপথ বিভাগ।

সোনালীনিউজ/ঢাকা/এএম