ওমিক্রন

দক্ষিণ আফ্রিকার ফ্লাইট ঢুকতে পারবে না বাংলাদেশে

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২১, ০৬:২৮ পিএম

ঢাকা: দক্ষিণ আফ্রিকা থেকে কোনো এয়ারলাইন্সকে বাংলাদেশে ঢোকার অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সিলেটে এক অনুষ্ঠানে একথা জানান মন্ত্রী। করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ ঠেকাতেই এই পদক্ষেপ বলে জানান তিনি।   

এদিকে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ শনাক্ত হওয়ার পর গত এক মাসে দক্ষিণ আফ্রিকা থেকে ২৪০ প্রবাসী দেশে ফিরেছেন। তাদের চিহ্নিত করার চেষ্টা চলছে বলে বুধবার জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

তিনি বলেন, ‘দক্ষিণ আফ্রিকা থেকে যাত্রী আসা বন্ধ করে দিয়েছি। আগে যারা এসেছে তাদেরও চিহ্নিত করার চেষ্টা চলছে। আমরা আফ্রিকা দূতাবাসে বার্তা পাঠিয়েছি। বলেছি, সেখানে যারা আছেন এখন যেন তাদের দেশে আসতে নিরুৎসাহিত করা হয়।

সোনালীনিউজ/আইএ