এবার হাজীদের ই-ব্রেসলেট দেবে সৌদি

  • বিশেষ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ২, ২০১৬, ০২:১৯ এএম

হজযাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে এবার তাদের ইলেক্ট্রনিক ব্রেসলেট প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। সেই ব্রেসলেটে ব্যক্তিগত এবং চিকিৎসাবিষয়ক তথ্য থাকবে। ব্যক্তিগত তথ্য ব্যবহার করে জরুরি অবস্থায় মানুষকে শনাক্ত করতে পারবে কর্তৃপক্ষ।

সৌদি সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী, আইডি ব্রেসলেটে বিভিন্ন দরকারি তথ্য যেমন পাসপোর্ট নম্বর এবং ঠিকানা সংরক্ষিত থাকবে। এছাড়াও ব্রেসলেটটি হজযাত্রীদেরকে বিভিন্ন রকম উপকারী তথ্যও প্রদান করতে পারবে, যেমন- নামাজের সময়সূচি, আরবি না জানা ভ্রমণকারীদের অন্য ভাষায় দিকনির্দেশনা দেয়া ইত্যাদি।

ব্রেসলেটগুলো হবে পানিরোধক এবং সংযুক্ত থাকবে জিপিএসের সঙ্গে। ব্রেসলেটে সংরক্ষিত তথ্য সরকারি কর্মকর্তা, নিরাপত্তারক্ষী এবং সেবাদাতা সংস্থা স্মার্টফোন ব্যবহার করে দেখতে পারবেন।

সৌদি সংবাদপত্রগুলোর প্রতিবেদন অনুযায়ী, এবার মক্কার প্রধান মসজিদের বিভিন্ন স্থানে ক্যামেরা স্থাপন করা হবে। ক্যামেরাগুলো সংযুক্ত থাকবে একটি নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে, যেখানে মনিটরিংয়ের দায়িত্বে থাকবে বিশেষ বাহিনী।

সোনালীনিউজ/ঢাকা/জেডআরসি