শেষ মুহূর্তে এসে সরকারি কর্মচারীদের সমাবেশে বাধা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২২, ০৩:৪৭ পিএম

ঢাকা: বেতন বৈষম্য নিরসন, ৫০শতাংশ মহার্ঘ ভাতা প্রদানসহ সাত দফা দাবি আদায়ে আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছে সরকারি দাবি আদায় ঐক্য পরিষদ। কর্মসূচির অংশ হিসেবে দেশের ৮ বিভাগীয় শহরে সমাবেশ করবে সংগঠনটি।

তবে শেষ মুহূর্তে এসে সমাবেশ না হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আগামী ১৪ জানুয়ারি চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ হওয়ার কথা রয়েছে।এরপর ধাপে ধাপে সামবেশ হবে অন্য বিভাগে।

এদিকে সমাবেশকে কেন্দ্র করে মঙ্গলবার (১১ জানুয়ারি) বাংলাদেশ সরকারি কর্মচারী উন্নয়ন পরিষদ এক জরুরি নোটিশ দিয়েছে।

নোটিশে বলা হয়েছে, করোনা পরিস্থিতির কারণে সরকার ঘোষিত বিধিনিষিধ থাকায় ‘বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ’-এর পূর্ব ঘোষিত চট্টগ্রাম বিভাগীয় সমাবেশে যোগ দেবে না ‘বাংলাদেশ সরকারি কর্মচারী উন্নয়ন পরিষদ’। সংগঠনিটির চট্টগ্রাম বিভাগের নেতৃবৃন্দ সমাবেশে যোগদান না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। 

‘করোনার কারণে সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে কোনো সংগঠন সমাবেশের আয়োজন করলে এর দায়-দায়িত্ব জোটভুক্ত সংগঠন বাংলাদেশ সরকারি কর্মচারী উন্নয়ন পরিষদ নেবে না।’ 

সোনালীনিউজ/আইএ