২৫ হাজার বেতন, ৪০ শতাংশ মহার্ঘ ভাতা দাবি ৪র্থ শ্রেণির কর্মচারীদের

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ২৮, ২০২২, ০৬:১৩ পিএম

ঢাকা: সর্বনিম্ন ২৫ হাজার ২শ টাকার বেতন স্কেলসহ ১০ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি। শনিবার (২৮ মে) জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন সংগঠনটির সভাপতি মো. আজিম।

দাবিগুলোর মধ্যে রয়েছে- ৯ম জাতীয় বেতন কমিশন গঠন, আসন্ন বাজেটে বেতন বৈষম্য দূরীকরণে ১ দশমিক ৫ শতাংশ হারে বেতন স্কেল প্রদান, বেতন স্কেল সর্বনিম্ন ২৫ হাজার ২০০ টাকা প্রদান, বর্তমান বাজার দরের সঙ্গে সঙ্গতি রেখে ৪০ শতাংশ মহার্ঘ্য ভাতা প্রদান, আউটসোর্সিং নিয়োগ প্রথা বাতিল, টাইমস্কেল সিলেকশন গ্রেড পুনর্বহাল, ২০ শতাংশ বার্ষিক ইনক্রিমেন্ট প্রদান।

এছাড়া কর্মচারীদের গ্রীষ্ম ও শীতকালীন সাজ পোশাক ভাতা ও ধোলাই ভাতা ও সহজ কিস্তিতে গৃহঋণ দেওয়ার দাবি জানান তারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন-সংগঠনের সাধারণ সম্পাদক মোক্তার হোসেন, বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সভাপতি এম এ হান্নান, মহাসচিব মিজান উদ্দিন পাটওয়ারী প্রমুখ।

সোনালীনিউজ/আইএ