১৪ রাজনৈতিক দলকে ইসির শোকজ

  • নিজস্ব প্রতিবেদক  | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২২, ০৮:৫৭ এএম

ঢাকা: নির্ধারিত সময়ে নিবন্ধনের শর্ত পূরণের তথ্য না দেওয়ায় ১৪টি রাজনৈতিক দলকে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। 

আগামী ১৫ দিনের মধ্যে দলগুলোকে তথ্য না দেওয়ার কারণ জানাতে বলেছে সংস্থাটি। গতকাল বুধবার দুপুরে দলগুলোকে শোকজের চিঠি পাঠানো হয়।

নির্বাচন কমিশনার মো. আলমগীর গতকাল সাংবাদিকদের জানান, নিবন্ধিত সব দলের কাছে তথ্য চাওয়া হয়েছিল। ৩৯টি দলের মধ্যে ২১টি যথাসময়ে তথ্য দিয়েছে। চারটি দল সময় চেয়ে আবেদন করেছে। তাদের এক মাস সময় দেওয়া হয়েছে। বাকি ১৪টি দল সাড়া দেয়নি। তবে এগুলোর মধ্যে দুটি দল সময় শেষে তথ্য দিয়েছে। তাদেরও শোকজ করা হয়েছে।

যারা সাড়া দেয়নি তাদের নিবন্ধন হুমকির মুখে কিনা—এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার বলেন, কমিশনের আইন আছে, তারা নিবন্ধনের শর্ত প্রতিপালন করছে কিনা, তা দেখা হবে। নিবন্ধন বাতিলের উদ্দেশ্যে তো এগুলো করা হয় না।

মো. আলমগীর আরও বলেন, ব্যাখ্যা যদি সন্তোষজনক হয়, তাহলে ওকে। আর যদি না হয়, এক বছর ডিফল্ট হয়েছে ধরা হবে। পরপর তিন বছর ডিফল্ট হলে নিবন্ধন বাতিল হয়ে যাবে। 

সোনালীনিউজ/এম