ঢাকা: বিজয় দিবস ঘিরে উৎসব মূখর হয়ে উঠছে রাজধানী। সংস্কৃতি অঙ্গন থেকে বিপনী বিতান ও ফ্যাশন হাউজসহ সর্বত্রই লেগেছে বিজয়ের রঙ। বিভিন্ন বিপনী বিতান ঘুরে দেখা গেছে প্রতিটি দোকানেই লাল সবুজের সাজ। পোশাক থেকে শুরু করে দোকানের ডোকেরেশনেও বিজয়ের আবহ তুলে ধরা হয়েছে। এ বাইরে সংস্কৃতি অঙ্গনেও চলছে নানান অনুষ্ঠান। নগরজুড়ে চলছে বিজয় উৎসবের প্রস্তুতি। গান, কবিতা, নাচ আর ইতিহাসের নানা পংক্তিমালায় সাজানো হচ্ছে এসব আয়োজন।
শুধু এখানেই শেষ নয়, দিনটি ঘিরে রাজধানীর চারদিকে তৈরী হয়েছে বিজয় উৎসবের আমেজ। গুরুত্বপূর্ণ ভবনগুলোয় আলোকসজ্জা করা হয়েছে। সব মিলিয়ে রঙিন আলোতে নগরে সৃষ্টি হয়েছে এক অপরূপ দৃশ্য।
সংশ্লিষ্টরা জানান, তরুণ প্রজন্মের সামনে ইতিহাসের অজানা অধ্যায় তুলে ধরা এবং তাদের মধ্যে দেশাত্মবোধ জাগিয়ে তুলতে এমন আয়োজন করা হয়েছে। বিগত বছরগুলোর মতো সম্মিলিত সাংস্কৃতিক জোট এবারও কেন্দ্রীয় শহীদ মিনারসহ রাজধানীর বিভিন্ন প্রান্তে বিজয় উৎসবের আয়োজন করছে। বিজয় দিবস উপলক্ষে দেশের প্রেক্ষাগৃহে বিনা টিকিটে মুক্তিযুদ্ধের সিনেমা প্রদর্শনের নির্দেশনা দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। সে সাথে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও ছায়ানটসহ বিভিন্ন সংগঠন কর্মসূচী পালন করছে।
সাংস্কৃতিক জোটের নেতারা জানান, রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার ও রবীন্দ্র সরোবরসহ ৯টি মঞ্চে চলছে এবারের বিজয় উৎসব। শহীদ মিনার ও রবীন্দ্র সরোবর ছাড়াও উৎসব চলছে রায়ের বাজার বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভ, মিরপুর ৬ নম্বর মুকুল ফৌজ মাঠ, দনিয়া মাসুদ মঞ্চ, ভিক্টোরিয়া পার্ক, মতিঝিল টিএন্ডটি কলোনি মাঠ, উত্তরা বঙ্গবন্ধু মঞ্চ, গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন পার্ক এবং পূর্বাচল জয় বাংলা স্কয়ারে।
এগোলোতে জাতীয় সংগীত, মুক্তিযুদ্ধের গান, বিজয়ের আবৃত্তি এবং নৃত্যসহ চলছে বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম। ১৫০টির বেশি সংগঠনের ৩ হাজার ৫ শ’র বেশি শিল্পী এবারের বিজয় উৎসবে অংশ নিচ্ছেন।
অন্যদিকে বিজয় দিবসে দুদিন উন্মুক্ত থাকছে নৌবাহিনীর জাহাজ। ঢাকা ছাড়াও নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, খুলনা, মোংলা ও বরিশালেও এ কার্যক্রম চলবে। বুধবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আইএসপিআর জানায়, ১৫ ও ১৬ ডিসেম্বর জাহাজগুলোতে দুপুর ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত এসে ঘুরে দেখতে পারবেন সাধারণ মানুষ।
ঢাকার সদরঘাট, নারায়ণগঞ্জের পাগলা নেভাল জেটি, চট্টগ্রামের নিউমুরিং নেভাল জেটি, খুলনার বিআইডব্লিউটিএ স্কিড ঘাট, মোংলার দিগরাজ নেভাল জেটি ও বরিশালের বিআইডব্লিউটিএ ঘাটে থাকা নৌবাহিনীর জাহাজগুলোতে এ সুযোগ দেয়া হচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
সোনালীনিউজ/এসআই/আইএ