এমপি মাইজভান্ডারীর দুই ছেলের বিরুদ্ধে দুদকের মামলা

  • নিজস্ব প্রতিবেদক  | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৩, ০৯:১৮ এএম

ঢাকা: আর্থিক প্রতিষ্ঠান প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড থেকে ঋণ নেওয়ার পর ৩০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারীর দুই ছেলেসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (১৯ ফেব্রুয়ারি) দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম বাদী হয়ে কমিশনের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলাটি দায়ের করেন।

মামলার আসামিরা হলেন- সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারীর দুই ছেলে সৈয়দ তৈয়বুল বশর, সৈয়দ আফতাবুল বশর, প্রাইম ফাইন্যান্সের সাবেক চেয়ারম্যান কে এম খালেদ, প্রতিষ্ঠানের পরিচালক মিসেস মুসলিমা শিরিন, জেড এম কনসার, মো. আলিউজ্জামান, এম শাহাদত হোসেন কিরন, সাবেক এমডি আসাদ খান, সাবেক ডিএমডি মো. আহসান কবির খান, সাবেক এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. রেজাউল হক, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিসেস গুলশান আরা হাফিজ, এসিসট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মিসেস তাজরিয়ান হক, ঢাকার বারিধারার কে এম রাকিব হাসান ও বগুড়ার খন্দকার মো. মোস্তাহিদ।

মামলার এজাহারে বলা হয়, আসামিরা অসৎ উদ্দেশ্যে পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে আর্থিক খাতের ওই প্রতিষ্ঠান থেকে ৩৯ কোটি ৪০ লাখ টাকা ঋণ গ্রহণ করেছেন। এর মধ্যে অনাদায়ি ঋণের পরিমাণ ২৫ কোটি ১৫ লাখ টাকা। এই অনাদায়ি ঋণের সুদের পরিমাণ ৫ কোটি টাকা। ঋণের আসল ও সুদের টাকাসহ মোট ৩০ কোটি ১৫ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে।

আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/১০৯ ধারা এবং ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারাসহ মানিলন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ এর ৪(২) ধারা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে, যা শাস্তিযোগ্য অপরাধ।

সোনালীনিউজ/এম