খালেদার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা, ৩ মার্চ আদালত

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০১৬, ০১:০২ পিএম

সোনালীনিউজ ডেস্ক 
মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়ে মন্তব্য করায় আজ সোমবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ৩ মার্চ আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে আদালত।
সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে তার বিরুদ্ধে রাষ্ট্রদোহের মামলা এবং সেই সঙ্গে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন আইনজীবী মোমতাজ উদ্দিন মেহেদী।
মমতাজ উদ্দিন বলেন, আবেদনে খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা আমলে নেয়ার পাশাপাশি গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করা হয়েছে।
এদিকে, এই মামলার প্রতিবাদে আগামীকাল মঙ্গলবার সারাদেশে জেলা ও মহানগরীতে স্বেচ্ছাসেবক দল বিক্ষোভ-সমাবেশ করবে।
গতকাল খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করার অনুমতি দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়— জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা একটা গাইডলাইন দিয়েছি— এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
গত ২১ ডিসেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মুক্তিযোদ্ধা সমাবেশে খালেদা জিয়া শহীদের সংখ্যা নিয়ে সংশয় প্রকাশ করেন।
তিনি বলেন, ‘আজকে বলা হয়, এত লাখ লোক শহীদ হয়েছেন এটা নিয়েও অনেক বিতর্ক আছে যে আসলে কত লাখ লোক মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। নানা বই-কিতাবে নানা রকম তথ্য আছে।’
সোনালীনিউজ/আমা