কুতুববাগ দরবারের মহাপবিত্র ওরস ২৮ জানুয়ারি শুরু

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০১৬, ০৪:১১ পিএম

সোনালীনিউজ ডেস্ক

কুতুববাগ দরবার শরীফের দুই দিনব্যাপি মহাপবিত্র ওরস ও বিশ্বজাকের ইজতেমা শুরু হচ্ছে ২৮ জানুয়ারি। রাজধানীর ফার্মগেটস্থ আনোয়ারা উদ্যানে এ ইজতেমা অনুষ্ঠিত হবে।
আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে দরবার শরীফের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়েছে।
বৃহস্পতিবার শুরু হয়ে শুক্রবার বাদ জুমা আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমা। মোনাজাত পরিচালনা করবেন শাহসূফী আলহাজ মাওলানা হযরত সৈয়দ জাকির শাহ নকশবন্দী মোজাদ্দেদী কুতুববাগী কেবলাজান।
দু’দিনের এই ওরসে দেশের বরেণ্য ওলামায়ে কেরামগণ কোরআনা ও হাদিসের আলোকে শরিয়ত, তরিকত, হাকিকত ও মারেফত তত্ত্বের বিষয়ে জ্ঞানগর্ভ আলোচনা করবেন। এছাড়াও মিলাদ, কেয়াম, জিকির-আজকার হবে।
ওরসে যোগদানকারী দেশ-বিদেশের মুসল্লি, ভক্ত, আশেকান-জাকেরানের থাকা ও খাওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। দরবার শরীফের পক্ষ থেকে দেশবাসীকে ওরসে আহ্বান জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিশিষ্ট কথাসাহিত্যিক রাহাত খান এবং কবি নাসির আহমেদ।
সোনালীনিউজ/আমা