সাঈদীর মৃত্যু নিয়ে লিখিত বিবৃতি দিলো বিএসএমএমইউ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ১৬, ২০২৩, ০৫:৩১ পিএম

ঢাকা: মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর চিকিৎসা নিয়ে বিবৃতি দিলো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষ।

বুধবার (১৬ আগস্ট) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. হাফিজুর রহমান এ বিবৃতি দেন।

বিবৃতিতে বলা হয়, রোববার রাত ১০টা ৪০ মিনিটে বিএসএমএমইউতে ভর্তি করা হয় সাঈদীকে। পরে তার সব চিকিৎসা আন্তর্জাতিক প্র্যাকটিস অনুসরণ করে সম্পন্ন করা হয়। তার চিকিৎসায় সংশ্লিষ্ট সব বিশেষজ্ঞ অধ্যাপকগণ সঠিকভাবে দায়িত্ব পালন করেন। সোমবার তার সাডেন কার্ডিয়াক এরেস্ট হয়। পরে সাঈদীর এডভান্স কার্ডিয়াক লাইফ সাপোর্ট প্রটোকল অনুযায়ী চলতে থাকে। কিন্তু দুর্ভাগ্যবশত তিনি রাত ৮টা ৪৫ মিনিটে ইন্তেকাল করেন।

এতে আরও বলা হয়, এই রোগের গতিপ্রকৃতি, চিকিৎসা ও সম্ভাব্য পরিণতি সম্পর্কে তার ছেলে মাসুদ সাঈদী অবগত আছেন।

সোনালীনিউজ/এএইচ/আইএ