ফের ক্ষমতায় এলে ফরিদপুরে বিশ্ববিদ্যালয় করার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ১০, ২০২৩, ০৩:৪৮ পিএম

ঢাকা: আওয়ামী লীগ আবারও ক্ষমতায় এলে ফরিদপুরে বিশ্ববিদ্যালয় করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (১০ অক্টোবর) মুন্সীগঞ্জের মাওয়ায় আয়োজিত সুধী সমাবেশে এই ঘোষণা দেন তিনি।

বিএনপির সময় দেশের মানুষ ভোট দিতে পারেনি বক্তব্য করে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছে।

[208649]

আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় দেশের মানুষ উপকার পাচ্ছে জানিয়ে তিনি বলেন, নৌকায় ভোট দিয়ে মানুষ যেভাবে স্বাধীনতা পেয়েছে, সেভাবে দেশব্যাপী উন্নয়ন পেয়েছে।=জনগণ ভোটে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে বলেই মানুষ উপকৃত হচ্ছে।

শেখ হাসিনা বলেন, গত সাড়ে সাড়ে ১৪ বছর যোগাযোগ ব্যবস্থায় সবচেয়ে বশি গুরুত্ব দিয়েছে আওয়ামী লীগ।

আওয়ামী লীগ মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করে মন্তব্য করে দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট চান তিনি।

এমএস