দুই পুলিশ কর্মকর্তা নিবিড় পর্যবেক্ষণে

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০১৬, ১২:২৫ পিএম

রাজধানীর মিরপুরের রূপনগরে অভিযানের সময় জঙ্গি হামলায় আহত তিন পুলিশ কর্মকর্তার মধ্যে দু'জনকে অস্ত্রোপচার শেষে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।

শুক্রবার রাতেই রাজধানীর স্কয়ার হাসপাতালে তাদের শরীরে অস্ত্রোপচার করা হয়।

অভিযানে আহত পুলিশ কর্মকর্তারা হলেন- রূপনগর থানার ওসি সৈয়দ সহিদ আলম, পরিদর্শক (তদন্ত) শাহীন ফকির ও উপপরিদর্শক (এসআই) মমিনুর রহমান।

তাদের মধ্যে ওসি সৈয়দ সহিদ আলম ও পরিদর্শক (তদন্ত) শাহীন ফকিরের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।

গতকাল রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত পুলিশ কর্মকর্তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে তাদের স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

সৈয়দ সহিদ আলমের পিঠে ও শাহীন ফকিরের কুঁচকিতে গুলি লেগেছে। শাহীন ফকিরের বাঁ বাহু ও মমিনুরের ডান হাতে ধারালো অস্ত্রের জখম রয়েছে।

শুক্রবার রাতেই স্কয়ার হাসপাতালে আহতদের দেখতে যান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

পরে তিনি সাংবাদিকদের বলেন, অভিযানের সময় পুলিশের তিন কর্মকর্তা গুলি ও চাপাতির কোপে আহত হয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'নিহত জঙ্গির কাছে পিস্তল ছিল। চাপাতি এবং গ্রেনেডও ছিল। সে গ্রেনেড নিক্ষেপ করেছে, গুলি চালিয়েছে এবং চাপাতি দিয়ে কোপ দিয়েছে। পুলিশ সদস্যরা গুলিও খেয়েছে, চাপাতির কোপও খেয়েছে।'

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'দেশেই পুলিশ সদস্যদের চিকিৎসা দেয়া হচ্ছে। তবে প্রয়োজন হলে আমরা তাদের বিদেশে পাঠাব।'

রাজধানীর রূপনগর আবাসিক এলাকার ৩৩ নম্বর রোডের ৩৪ নম্বর বাসায় গতকাল শুক্রবার রাতে পুলিশের অভিযানে জঙ্গি মেজর মুরাদ ওরফে জাহাঙ্গীর নিহত হন।

পুলিশের দাবি, নিহত জঙ্গি মুরাদ নব্য জেএমবির 'প্রশিক্ষক' এবং সংগঠনে নিহত জঙ্গি তামিম আহমেদ চৌধুরীর পরেই ছিল তার অবস্থান।

নারায়ণগঞ্জে জঙ্গি আস্তানায় অভিযানের পর পুলিশের কাছে তথ্য ছিল, তামিমের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন মুরাদ।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ