ঈদে সড়ক দুর্ঘটনায় আহত ৪০০ রোগী পঙ্গু হাসপাতালে

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৪, ০৯:৫২ পিএম

ঢাকা : ঈদের ছুটিতে হাসপাতালে বেড়েছে সড়ক দুর্ঘটনায় আহত রোগীর চাপ। এদের মধ্যে অধিকাংশ মোটরসাইকেল দুর্ঘটনায় আহত।

সড়ক দুর্ঘটনায় আহত হয়ে গত দুই দিনে প্রায় ৪০০ রোগী জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসা নিয়েছে।

হাসপাতালটির দায়িত্বরত এক চিকিৎসক জানান, ঈদের দিন চিকিৎসা নিয়েছেন ২৫২ জন, আর শুক্রবার (১২ এপ্রিল) ইতোমধ্যে ১৪০ জন জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে অধিকাংশ মোটরসাইকেল দুর্ঘটনায় আহত।

[221252]

হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক রোগী জানান, ঈদের দিন বৃহস্পতিবার মোটরসাইকেল থেকে পড়ে তার হাত ভেঙে যায়। মাথায়ও আঘাত পেয়েছেন।

হাসপাতালের এক অধ্যাপক বলেন, ঈদ ও ঈদ পরবর্তী সময়ে এই হাসপাতালে রোগীর চাপ অনেক থাকে। এখন পর্যন্ত হাসপাতালে আসা রোগীদের মোটরসাইকেল দুর্ঘটনাই বেশি। জরুরি ওয়ার্ডে জায়গা না হওয়ায় অনেককে চিকিৎসা দিতে হচ্ছে বারান্দায়।

এমটিআই