সদরঘাটে রাজধানীমুখি মানুষের উপচেপড়া ভিড়

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০১৬, ০৩:০৩ পিএম

রাজধানীর সদরঘাটে রাজধানীমুখি মানুষের উপচেপড়া ভীড় পড়েছে। কোরবানির ঈদ স্বজনদের সঙ্গে উদযাপন করে ঢাকায় ফিরতে শুরু করেছে এসব মানুষ।

শনিবার সকালে নৌপথে আসা ঢাকামুখী মানুষের সরগরম দেখা যায় সদরঘাট লঞ্চ টার্মিনালে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পরিবহন পরিদর্শক নিয়াজ আহমেদ জানান, ঈদের পর শনিবার ভোর রাত সোয়া ২টা থেকে দক্ষিণাঞ্চলের যাত্রীবোঝাই লঞ্চগুলো সদরঘাটে ভিড়তে শুরু করে।

তিনি বলেন, সকাল ১০টা পর‌্যন্ত সদরঘাটে ৮৪  লঞ্চ এসেছে। গতকাল মোট এসেছিল ১০৩টি লঞ্চ।

সুন্দরবন গ্রুপের মহা-ব্যবস্থাপক আবুল কালাম জানান, শনিবার সকালে তাদের চারটি লঞ্চ সদরঘাটে এসেছে এবং প্রতিটি লঞ্চেই যথেষ্টসংখ্যক যাত্রী ছিল। ফিরতি এসব যাত্রীদের মুখে হাসিখুশি ভাব দেখা গেলেও কারও কারও মন ভার দেখা যায়, বিশেষ করে শিশুদের।

সুন্দরবন-৭ লঞ্চের যাত্রী শরিফুল ইসলাম ঢাকার মতিঝিলে একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন।

গ্রামের বাড়িতে ঈদ উদযাপন শেষে শনিবার সকালে স্ত্রী ও স্কুল-কলেজ পড়ুয়া দুই সন্তানকে নিয়ে ঢাকায় ফিরেন। তাদের মুখ হাসিখুশি হলেও দুই সন্তানের মুখ ভার।

কারণ জানতে চাইলে শরিফুল বলেন, তারা আরও কয়েকদিন দাদা-দাদির সঙ্গে থাকতে চেয়েছিল। কিন্তু মেয়েটির জেএসসি পরীক্ষা ১ নভেম্বর থেকে। তাই অনিচ্ছা সত্ত্বেও নিয়ে এসেছি।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ