সিএমএসএফকে ১.২৫ কোটি টাকার লভ্যাংশ দিল আইসিবি

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ৮, ২০২৪, ০২:০৩ পিএম

ঢাকা : ক্যাপিটাল মার্কেট স্টেবিলাইজেশন ফান্ডকে (সিএমএসএফ) এক কোটি পঁচিশ লাখ টাকার লভ্যাংশ দিয়েছে আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড।

বুধবার (৮ মে) সিএমএসএফ'র থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

সিএমএসএফের চেয়ারম্যান এবং সাবেক মুখ্য সচিব নজিবুর রহমান সিএমএসএফ'র পক্ষ থেকে টাকার চেক গ্রহণ করেন।

[222879]

বিবৃতিতে বলা হয়, আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাহমুদা আখতারের নেতৃত্ব একটি প্রতিনিধি দল ‘আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড’র ২০২৩ সালের লভ্যাংশ ১ কোটি ২৫ লাখ টাকার একটি চেক প্রদান করতে ক্যাপিটাল মার্কেট স্টেবিলাইজেশন ফান্ডের (সিএমএসএফ) ব্যবস্থাপনা অফিসে যান। সিএমএসএফ উক্ত মিউচুয়াল ফান্ডের (৫০ শতাংশ) পৃষ্ঠপোষক হিসাবে চেকটি গ্রহণ করে।

[222880]

সিএমএসএফ এবং আইসিবি এএমসিএলের শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে চেক গ্রহণ অনুষ্ঠানটি আইসিবি এএমসিএল এবং সিএমএসএফের মধ্যে চলমান অংশীদারিত্বের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছে সংস্থাটি।

এমটিআই