ঢাকা : স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ৫ আগস্ট গণ-অভ্যুত্থান দিবসকে ঘিরে দেশে কোনো ধরনের নিরাপত্তার হুমকি নেই। সবকিছু আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণ রয়েছে।
বুধবার (৩০ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
স্বারাষ্ট্র উপদেষ্টা বলেন, তবে যেকোনো পরিস্থিতিতে যেকোনো সিদ্ধান্ত নিতে হয়। তাই ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত বিশেষ অভিযানের সিদ্ধান্ত নিয়েছে ডিএমপি। এটা ডিএমপির এখতিয়ার।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, রংপুরের গঙ্গাচড়ার ঘটনায় কাউকে ছাড় দেয়া হবে না। সবাইকে আইনের আওতায় আনা হবে।
অন-অ্যারাইভাল ভিসাগুলো বাতিলের বিষয়ে উপদেষ্টা বলেন, অন-অ্যারাইভাল ভিসা বাতিল হচ্ছে না। যেসব দেশের সঙ্গে আমাদের অন-অ্যারাইভাল ভিসার চুক্তি আছে, তাদের আমরা অন- অ্যারাইভাল ভিসা দিচ্ছি। সেসব দেশের সঙ্গে আমাদের চুক্তি নেই তাদের অন-অ্যারাইভাল ভিসা দেবো না।
মালয়েশিয়ায় গ্রেপ্তার হওয়া বাংলাদেশিদের বিষয়ে তিনি বলেন, ‘মালয়েশিয়ার টিম এখানে এসেছিল। তারা আমার সঙ্গে একটা সৌজন্য সাক্ষাতের জন্য এসেছে। কনফারেন্সটা হবে পুলিশ হেডকোয়ার্টারে। এক একটা দেশের সঙ্গে এক একটা দেশে বিভিন্ন ধরনের চুক্তি থাকে। পুলিশের সঙ্গে তারা আলোচনা করবে।’
পিএস