পরিবেশ দূষণ

চার কারখানাকে ২১ লাখ টাকা জরিমানা

  • বিশেষ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২৬, ২০১৬, ০৫:১০ পিএম

পরিবেশ দূষণের দায়ে ঢাকা, নারায়ণগঞ্জ ও নরসিংদীর তিনটি কারখানাকে ২১ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর (ডিওপি)।

বুধবার (২৬ অক্টোবর) পরিবেশ অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তরল বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) ছাড়া কিংবা ইটিপি বন্ধ রেখে কারখানায় সৃষ্ট তরল বর্জ্য ড্রেনের মাধ্যমে পাশের খালে ফেলে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধন করতে দেখা যায়।

এসব কারণে ঢাকার তেজগাঁওয়ের ঢাকা আইসক্রিম ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ৬৯ হাজার টাকা, নারায়ণগঞ্জের রকি নিটিং মিলস লিমিটেডকে ১৫ লাখ ২৫ হাজার ও নরসিংদীর মেসার্স কে.টি টেক্সটাইল মিলসকে ৪ লাখ ৪৮ হাজার টাকা ক্ষতিপূরণ ধার্য করা হয়। 

সোনালীনিউজ/ঢাকা/জেডআরসি