চুক্তি অপ্রকাশ্য, তবু জাতীয় স্বার্থ অক্ষুণ্ন: শফিকুল আলম

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ১, ২০২৫, ০৩:২৪ পিএম

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত চুক্তিগুলো 'নন-ডিসপোজাল' (অপ্রকাশ্য) হলেও সেগুলোর মাধ্যমে বাংলাদেশের স্বার্থ বিসর্জন দেওয়া হয়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, এসব চুক্তির মধ্যে কোনো সামরিক চুক্তি নেই এবং সামগ্রিকভাবে বিষয়টি সরকারের একটি সফলতা হিসেবেই বিবেচিত হচ্ছে।

শুক্রবার (১ আগস্ট) সকালে রাজধানীর বেইলি রোডে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

চুক্তি প্রসঙ্গে শফিকুল আলম বলেন, "চুক্তিগুলো নন-ডিসপোজাল বিধায় বিস্তারিত বলা সম্ভব নয়। আমরা অনেক কিছু জানি, কিন্তু এই মুহূর্তে প্রকাশ করা যাবে না। তবে এটুকু নিশ্চয়তা দিতে পারি—বাংলাদেশের স্বার্থ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে।"

[253781]

বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কহার হ্রাস প্রসঙ্গে তিনি বলেন, "২০ শতাংশ শুল্ক নির্ধারণের সঙ্গে যুক্তরাষ্ট্র কোনো অতিরিক্ত শর্ত আরোপ করেনি। বিষয়গুলো সহজিকরণের জন্য দুই দেশই আগ্রহী।"

তিনি আরও বলেন, "আমাদের প্রতিযোগী রাষ্ট্রগুলোর সঙ্গে শুল্ক কাঠামো প্রায় সমান। ফলে বৈশ্বিক বাণিজ্যে আমরা পিছিয়ে পড়ছি না। পাশাপাশি, এই উদ্যোগের ফলে বাণিজ্য ঝুঁকিও উল্লেখযোগ্যভাবে কমে আসবে।"

ওএফ