রাজধানীর ব্যস্ততম এলাকা গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটের ৫ম তলায় আগুন লাগার ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। শনিবার (২ আগস্ট) সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে বলেন, আমাদের কাছে সকাল ১০টায় সংবাদ আসে সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন লেগেছে। পরে আগুন নিয়ন্ত্রণে আমাদের একে একে ১১টি ইউনিট ঘটনাস্থলে যায়। আগুন নিয়ন্ত্রণে কাজ চলমান রয়েছে।
তবে প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতিয় হিসাব জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
এদিকে, মার্কেটের পঞ্চম তলা, চতুর্থ তলা ও তৃতীয় তলায় অনেক লোকজন রয়েছে। ধারণা করা হচ্ছে কর্মচারীদের রাতে থাকার কোন ব্যবস্থা আছে ওখানে রয়েছে। তারা বিভিন্ন দোকানের কর্মচারী।
স্থানীয়রা জানায়, আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি, পঞ্চম তলা, চতুর্থ তলা ও তৃতীয় তলায় থাকা লোকদের আমরা বারবার মাইকিং করে বলছি যে আপনার নিচে চলে আসেন। আপনাদের সঙ্গে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। কিন্তু তারা আমাদের কোনো কথাই শুনছে না, তারা ওইখানে দাঁড়িয়ে রয়েছে।
সেনাবাহিনী এবং পুলিশও মাইকিং করছে, তাদের কারও কথাই শুনছে না। তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি তাদের নিচে নামিয়ে আনার।
ওএফ