স্বরাষ্ট্র উপদেষ্টা

নিষিদ্ধ সংগঠন হিসেবে আ. লীগ কোনো অপকর্ম করলে ছাড় পাবে না

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ২, ২০২৫, ১২:৪৫ পিএম
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: সংগৃহীত

ঢাকা: আওয়ামী লীগ একটি নিষিদ্ধ সংগঠন হিসেবে যদি কোনো অপকর্মে জড়ায়, তবে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না—এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (২ আগস্ট) রাজধানীর মোহাম্মদপুর থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

৫ আগস্ট ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি রয়েছে কি না জানতে চাইলে উপদেষ্টা বলেন, আল্লাহ চাইলে কোনো শঙ্কা নেই। আপনারা (সাংবাদিকরা ও আইনশৃঙ্খলা বাহিনী) যেভাবে সহযোগিতা করছেন, তাতে আমরা আশাবাদী। এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আওয়ামী লীগের গোপন তৎপরতা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি জানান, তাদের কার্যক্রম নিষিদ্ধ। যদি তারা গোপনে কোনো অপকর্ম চালায়, তবে তারা কোনোভাবেই ছাড় পাবে না। আইন সবার জন্য সমান। সেনাবাহিনীর কেউ জড়িত থাকলেও তাকেও আইনের আওতায় আনা হবে।

গোপন প্রশিক্ষণের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটি তদন্তসাপেক্ষ বিষয়। তদন্তেই প্রকৃত তথ্য বেরিয়ে আসবে।

সাংবাদিকদের উদ্দেশে উপদেষ্টা বলেন, আপনারা সত্য ঘটনা তুলে ধরেন। এতে জনগণ উপকৃত হয়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়। আমি সবসময় বলি, মিডিয়া যত বেশি নিরপেক্ষ ও সত্যনিষ্ঠ থাকবে, দেশ তত বেশি অগ্রসর হবে।

তিনি আরও বলেন, আপনাদের সত্য ও দায়িত্বশীল প্রতিবেদনের কারণেই আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর একতরফা ভাষা এখন অনেকটাই সংযত হয়েছে।

ওএফ