গণমাধ্যমের সঙ্গে ইসির সংলাপ আজ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ৬, ২০২৫, ০৯:০৫ এএম

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে গণমাধ্যমের সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার(৬ অক্টোবর) এই সংলাপ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক।

এর আগে গত ২৮ সেপ্টেম্বর সুশীল সমাজ, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীদের সঙ্গে সংলাপ শুরু করেছিল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন। সেই ধারাবাহিকতায় এবার অংশ নিচ্ছেন দেশের সংবাদমাধ্যমের প্রতিনিধিরা।

ইসির পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবারের সংলাপ দুই পর্বে অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ১০টায় বৈঠকে বসবেন টেলিভিশন (ইলেকট্রনিক মিডিয়া) সংশ্লিষ্ট প্রতিনিধিরা। দুপুর আড়াইটায় শুরু হবে পত্রিকা ও অনলাইন মিডিয়া প্রতিনিধিদের সঙ্গে সংলাপ।

এই দুটি পর্ব মিলিয়ে প্রায় ৪০ জন গণমাধ্যমকর্মী অংশ নেবেন বলে জানিয়েছেন আশাদুল হক।

ইসির পক্ষ থেকে আরও জানানো হয়, আগামীকাল (৭ অক্টোবর) অনুষ্ঠিত হবে নারী নেত্রী ও নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে সংলাপ। পরবর্তী সময়ে মুক্তিযোদ্ধা প্রতিনিধি ও রাজনৈতিক দলগুলোর সঙ্গেও বসবে নির্বাচন কমিশন।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন জানিয়েছেন, সংলাপে অংশগ্রহণকারীদের যে প্রস্তাব ও মতামত উঠে আসবে, তা কমিশন গুরুত্বের সঙ্গে বিবেচনা করে বাস্তবায়ন করবে। এর মাধ্যমে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে আরও গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক করতে চায় ইসি।

এম