স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনে সবার সহযোগিতা প্রয়োজন : সিইসি

  • নিজস্ব প্রতিবেদক: | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ৭, ২০২৫, ১২:৩৮ পিএম
ছবি : সংগৃহীত

ঢাকা : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, একটি গ্রহণযোগ্য ও স্বচ্ছ নির্বাচন আয়োজন একার পক্ষে সম্ভব নয়। সবার সহযোগিতা প্রয়োজন। 

মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে আয়োজিত সংলাপে সূচনা বক্তব্যে এসব কথা বলেন সিইসি। 

সিইসি বলেন, আমরা নির্বাচন নিয়ে সংলাপ শুরু করেছি। কারণ সংবিধান সংস্কার কমিশন স্টেকহোল্ডারদের সঙ্গে অনেক আলোচনার ভিত্তিতে একটি সুপারিশমালা তৈরি করেছে। তার অনেক কিছুই আমরা বাস্তবায়ন করেছি।

তিনি আরও জানান, এখনই রাজনৈতিক দলগুলোকে সংলাপে ডাকেনি কমিশন। কারণ তারা বর্তমানে কনসেন্স কমিশনের সঙ্গে ব্যস্ত সময় পার করছে। তিনি বলেন, তাদের এখনই ডিস্টার্ব করতে চাইনি। আমরা পরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসব।

সিইসি নাসির উদ্দিন বলেন, আজ আমরা এমন মানুষদের কাছ থেকে শুনতে চাই যারা মাঠে থেকে নির্বাচনের বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছেন। আমরা জানতে চাই, কীভাবে একটি সুন্দর, জবাবদিহিমূলক, জালিয়াতিমুক্ত নির্বাচন করা সম্ভব।

পিএস