যে কারণে আগারগাঁওয়ের কেকপট্টিতে অভিযান চালিয়েছে যৌথবাহিনী

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ১০, ২০২৫, ০৯:৩৬ এএম

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনের সামনে দীর্ঘদিন ধরে সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা ছোট-বড় দোকানপাট উচ্ছেদ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। স্থানীয়দের কাছে জায়গাটি পরিচিত ছিল ‘কেকপট্টি’ নামে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে পুলিশ ও সেনাবাহিনীর একটি যৌথ দল অভিযান চালিয়ে এসব দোকান উচ্ছেদ করে।

শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাউল হক জানান, শুরুতে কয়েকটি দোকান বসানো হলেও সময়ের সঙ্গে সঙ্গে তা শতাধিক দোকানে রূপ নেয়। সড়ক ও ফুটপাত দখল করে ব্যবসা চালানোয় যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছিল এবং পথচারীরাও ভোগান্তিতে পড়ছিলেন।

তিনি বলেন, প্রতিদিনই এ নিয়ে ৯৯৯-এ ফোনসহ নানা অভিযোগ আসছিল। এসব অভিযোগের ভিত্তিতেই বৃহস্পতিবার রাতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। দোকানগুলো সরিয়ে দেওয়া হয়েছে এবং সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে— যেন তারা পুনরায় সড়ক বা ফুটপাত দখল না করে।

স্থানীয়রা জানান, প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত সেখানে কেক, মিষ্টি, পান-সিগারেট, ফলমূল, জুস ও চায়ের দোকান বসত। এর ফলে ইসি ভবনের সামনের মূল সড়কটি অনেকটা সংকীর্ণ হয়ে পড়েছিল। এছাড়া বৈদ্যুতিক তারের জটের কারণে অগ্নিকাণ্ডের ঝুঁকিও ছিল এলাকাটিতে।

পুলিশের ভাষ্যমতে, রাজধানীর বিভিন্ন এলাকায় ফুটপাত দখল করে স্থায়ী দোকান বসানো এখন নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। এতে শুধু যানজট নয়, নিরাপত্তা ঝুঁকিও বাড়ছে। এই ধরনের অনিয়মের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

এম