গণ্ডগোল করলে পুরো নির্বাচনী এলাকার ভোটও বন্ধ করতে হবে: সিইসি

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ১১, ২০২৫, ১২:৫০ পিএম

জাতীয় সংসদ নির্বাচনে কেউ অরাজকতা সৃষ্টি করলে প্রয়োজনে পুরো ভোট বন্ধ করার নির্দেশ দিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এ এম নাসির উদ্দিন বলেছেন, ভোটের দিন কেউ গণ্ডগোল করলে কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ করে দিন। এমনকি প্রয়োজনে সম্পূর্ণ নির্বাচনী এলাকার ভোটও বন্ধ করতে হবে। আমরা সহজে ছাড়ার পাত্র নই।

শনিবার (১১ অক্টোবর) চট্টগ্রামে আয়োজিত এক আলোচনা সভায় প্রিজাইডিং ও রিটার্নিং কর্মকর্তাদের উদ্দেশে এসব কঠোর বার্তা দেন সিইসি।

সিইসি নাসির উদ্দিন বলেন, ভোটের দিন প্রিজাইডিং অফিসাররা হলেন কেন্দ্রের চিফ অফিসার। সেই মুহূর্তে আপনারা আইনগতভাবে সর্বময় ক্ষমতার অধিকারী। আইনের প্রয়োগের মাধ্যমে নিরপেক্ষতার প্রমাণ দিতে হবে।

তিনি আরও আশ্বস্ত করেন যে, নির্বাচন কমিশন মাঠ প্রশাসনকে সব ধরনের সহায়তা প্রদান করবে এবং কোনোভাবেই চাপের মুখে নতি স্বীকার করা হবে না।

ভালো নির্বাচনের পূর্বশর্ত হিসেবে সিইসি ‘সমন্বয়ের’ ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ভালো নির্বাচন করতে গেলে সংশ্লিষ্ট সব পর্যায়ের মধ্যে সমন্বয় অপরিহার্য। বিচ্ছিন্নভাবে কাজ করলে বিশৃঙ্খলা তৈরি হতে পারে।

এম