বিমানবন্দরের আগুন নিয়ন্ত্রণে, শুরু ফ্লাইট কার্যক্রম

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৫, ০৯:১১ পিএম
ফাইল ছবি

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে শনিবার (১৮ অক্টোবর) দুপুর ২টা ১৫ মিনিটে লাগা অগ্নিকাণ্ড সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টা ভেরিফায়েড ফেসবুক পেজে রাত ৮টা ৫৩ মিনিটে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ফায়ার সার্ভিস ও বিমানবন্দর কর্তৃপক্ষের দ্রুত ও সমন্বিত পদক্ষেপে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়েছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, রাত ৯টা থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সব ফ্লাইট কার্যক্রম পুনরায় চালু হচ্ছে। মন্ত্রণালয়ের উপদেষ্টা নিজে বিমানবন্দরে অবস্থান করে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছেন।

প্রয়োজনীয় সব সংস্থার সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় করে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে কার্যক্রম পরিচালনা করা হয়েছে। ঘটনাস্থলের উৎস শনাক্ত করে ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে তদন্ত কার্যক্রম শুরু করা হবে।

বিমানবন্দর ব্যবহারকারী যাত্রী ও সাধারণ জনগণকে ধৈর্য ধারণের জন্য ধন্যবাদ জানানো হয়েছে।

এসএইচ