নভেম্বর থেকে ঢাকাতেই করা যাবে নেদারল্যান্ডসের শেনজেন ভিসার আবেদন

  • নিউজ ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২১, ২০২৫, ১০:৫১ এএম

বাংলাদেশ থেকে এখন সরাসরি নেদারল্যান্ডসের শেনজেন ভিসার আবেদন করা যাবে। আগামী ২ নভেম্বর থেকে এই সেবা চালু করতে যাচ্ছে ঢাকায় অবস্থিত নেদারল্যান্ডস দূতাবাস।

সোমবার (২০ অক্টোবর) দূতাবাস এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আবেদনকারীরা শেনজেন ভিসার জন্য ভিএফএস গ্লোবালের মাধ্যমে আবেদনপত্র জমা দিতে পারবেন। এ লক্ষ্যে ১৬ অক্টোবর থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সুযোগ চালু হয়েছে।

দূতাবাস জানায়, ভিসা আবেদন জমার দিন থেকে শুরু করে ৪৫ কার্যদিবসের মধ্যে প্রক্রিয়া সম্পন্ন হবে।

প্রক্রিয়ার বিস্তারিত তথ্য ও প্রয়োজনীয় নির্দেশনা জানতে আবেদনকারীদের নেদারল্যান্ডস দূতাবাসের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করার পরামর্শ দেওয়া হয়েছে।

এম