৫০ হাজার টাকার বেশি হলে ব্যাংকের মাধ্যমে দিতে হবে, সঙ্গে রিটার্ন দাখিল বাধ্যতামূলক

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২৫, ০৯:৩১ এএম

রাজনৈতিক দলকে অনুদান, দান বা চাঁদা আকারে ৫০ হাজার টাকার বেশি অর্থ প্রদান করতে হলে তা অবশ্যই ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দিতে হবে। একই সঙ্গে দানকারী ব্যক্তির আয়কর রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানান আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।

তিনি বলেন, “যে কেউ যদি কোনো রাজনৈতিক দলকে টাকা দিতে চান—সেটি দান, অনুদান বা চাঁদা যাই হোক না কেন—৫০ হাজার টাকার বেশি হলে তা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমেই দিতে হবে। পাশাপাশি দানকারীর ট্যাক্স রিটার্নও থাকতে হবে।”

আইন উপদেষ্টা আরও জানান, বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে ‘গণপ্রতিনিধিত্ব আদেশ–২০২৫’-এর চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। নতুন এই আদেশেই রাজনৈতিক অর্থায়নের স্বচ্ছতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট বিধান সংযোজন করা হয়েছে।

সরকার মনে করছে, নতুন বিধান কার্যকর হলে রাজনৈতিক দলগুলোর অর্থায়ন প্রক্রিয়ায় জবাবদিহি, স্বচ্ছতা ও আস্থার পরিবেশ তৈরি হবে।

এম