মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে একাধিক ইউনিট

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২৫, ১০:৫৬ পিএম
ছবি : সংগৃহীত

রাজধানীর মিরপুর ১১ নম্বরের কালশী এলাকায় একটি বহুতল ভবনের ছয়তলায় আগুন লেগেছে। শুক্রবার (২৪ অক্টোবর) রাত ১০টা ১৪ মিনিটে ফায়ার সার্ভিস আগুন লাগার খবর পান।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, খবর পাওয়ার পর ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে, এবং আরও চারটি ইউনিট পৌঁছাচ্ছে।

তিনি বলেন, “প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ পর্যন্ত কোনো হতাহত হওয়ার সংবাদ পাওয়া যায়নি।”

 এই প্রতিবেদন লেখা পর্যন্ত আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

এম