ঢাকা: পাকিস্তানের যৌথ বাহিনীর চেয়ারম্যান জেনারেল সাহির শামশাদ মির্জাকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দেওয়া উপহার নিয়ে ভারতে তোলপাড় সৃষ্টি হয়েছে। ভারতের কিছু গণমাধ্যমে দাবি করা হয়, উপহারে বাংলাদেশের মানচিত্রে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের অংশ দেখানো হয়েছিল।
ভারতের সাংবাদিক গৌতম লাহিড়ী বিষয়টি প্রশ্ন করেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে। তিনি জানতে চান, এমন বিকৃত মানচিত্র সংবলিত গ্রাফিতি কূটনৈতিক প্রোটোকলের অংশ হিসেবে দেওয়া হলে তা কি ভারত সমর্থন করে।
এই প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জয়সওয়াল বলেন, বিষয়টি জুলাই ২০২৪ সালের ঘটনার সঙ্গে সম্পর্কিত এবং ‘আসলে বাংলাদেশের পক্ষ থেকে বিষয়টির ব্যাখ্যা এসেছে’।
প্রধান উপদেষ্টার প্রেস উইং-এর ফেসবুক পেজে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, ভারতীয় মিডিয়ার রিপোর্টের যে দাবি হয়েছে, তা সম্পূর্ণ অসত্য ও কল্পনাপ্রসূত। প্রকৃতপক্ষে, ড. মুহাম্মদ ইউনূস পাকিস্তানের জেনারেলকে উপহার দিয়েছেন ‘দ্য আর্ট অব ট্রায়াম্ফ’ বই, যা জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় ঢাকার বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের আঁকা রঙিন ও বৈচিত্র্যময় গ্রাফিতি সংকলন। বইতে কোনো বিকৃত মানচিত্র নেই।
প্রেস উইং আরও জানিয়েছে, বিষয়টি নিয়ে ভারতীয় মিডিয়ার আলোচনার কোনও ভিত্তি নেই এবং প্রকৃতপক্ষে এটি কেবল শিল্প সংকলনের অংশ।
এসএইচ