নেছারাবাদ দরবারের প্রতিনিধিদের সঙ্গে জামায়াতের আমিরের সাক্ষাৎ

  • ঝালকাঠি প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৫, ০৬:৫৪ পিএম
ছবি: প্রতিনিধি

ঝালকাঠি নেছারাবাদের বার্ষিক মাহফিল উপলক্ষে জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান নেছারাবাদ দরবারের প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এতে উপস্থিত ছিলেন হযরত কায়েদ সাহেব হুজুর (রহ.) প্রতিষ্ঠিত নেছারাবাদ দরবারের প্রতিনিধি দল।

সাক্ষাৎকালে ২২ নভেম্বর সকাল ১০টায় অনুষ্ঠিতব্য জাতীয় প্রতিনিধি সম্মেলনে যোগদানের জন্য আমন্ত্রণ জানানো হয়। দরবারের পক্ষ থেকে আমন্ত্রণ জানান ঝালকাঠি–১ আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. ফয়জুল হক ও কায়েদ সাহেব হুজুরের ছেলে খলিলুর রহমান। আমির সম্মেলনে উপস্থিত থাকার জন্য আনুষ্ঠানিক সম্মতি প্রদান করেন।

দরবার সূত্রে জানা গেছে, মাহফিলের দ্বিতীয় দিনে জাতীয় প্রতিনিধি সম্মেলনে দেশের বিভিন্ন স্থান থেকে আসা প্রতিনিধিদের সমাগমে নেছারাবাদের ধর্মীয় পরিবেশ আরও সমৃদ্ধ ও বর্ণিল হবে।

এসএইচ