ঢাকা: চলতি সপ্তাহে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে স্কুল, কলেজ, অফিস ও বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, যা সাধারণ মানুষের মধ্যে গভীর আতঙ্ক সৃষ্টি করেছে। কিছু দুর্ঘটনায় পেট্রোলবোমা ও ককটেল নিক্ষেপ করা হয়েছে। বিশেষ করে সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান লক্ষ্য করে এই হামলা করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, বুধবার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অজ্ঞাতদৃষ্টির দুর্বৃত্ত পেট্রোল ঢেলে আগুন দিয়েছে। গাজীপুরে তিনটি বাসেও আগুনের ঘটনা ঘটেছে। গত কয়েকদিনে ঢাকায়ও বাসে আগুন লাগানো ও রাজনৈতিক কার্যালয় লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে সাধারণ মানুষ এবং বাসচালকরা আতঙ্কিত।
রাজধানীর বাসচালক সোহেল বলেন, ‘দৈনিক আয়ে আমাদের পরিবার চলে, কিন্তু সাম্প্রতিক সহিংসতা আমাদেরকে ভীত করছে। সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে, যেন সাধারণ মানুষ নিরাপদ থাকে।’ একই উদ্বেগ প্রকাশ করেছেন স্কুল শিক্ষার্থীর অভিভাবক ফারুক সোবহান, যিনি জানিয়েছেন, নিরাপত্তার কারণে তার সন্তান আগামীকাল স্কুলে পাঠাবেন না।
ঢাকার বিভিন্ন স্কুল ও বিশ্ববিদ্যালয় নিরাপত্তার কারণে ক্লাস ও পরীক্ষা স্থগিত করেছে। মিরপুর, মোহাম্মদপুর ও অন্যান্য এলাকায় স্কুলগুলোতে ইতিমধ্যেই ছুটি ঘোষণা করা হয়েছে।
বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, ‘আমরা শঙ্কিত, তবে আশাবাদী সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখবে। সব রাজনৈতিক দলের সহযোগিতা কামনা করছি, যেন দেশের ব্যবসা-বাণিজ্য ও সাধারণ মানুষের জীবন নিরাপদ থাকে।’
ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন, ঢাকার বিভিন্ন স্থানে সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে, হেলমেট ও মাস্ক পরে দুর্বৃত্তরা নির্দিষ্ট স্থানে ককটেল বিস্ফোরণ করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করছে। তিনি জানান, কিছু অপ্রাপ্তবয়স্ককেও এই কাজে ব্যবহার করা হচ্ছে। পুলিশ দোষীদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা করছে।
ডিএমপি কমিশনার আরও বলেন, ‘সাম্প্রতিক অগ্নিসংযোগ ও ককটেল হামলা কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক দলের নামে পরিকল্পিতভাবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রচেষ্টা হিসেবে সংঘটিত হচ্ছে। আমরা শহরের মানুষের সঙ্গে রয়েছি এবং কোনো অঘটন হলে তা মোকাবিলার সক্ষমতা আমাদের রয়েছে।’
রাজধানীবাসী নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপ কামনা করছেন। পাশাপাশি সাধারণ মানুষ নিরাপদে চলাচলের পরিবেশ চাইছেন।
এসএইচ