দেশে ফিরেছেন অধ্যাপক আলী রীয়াজ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৫, ১০:২১ এএম

জাতীয় ঐকমত্য কমিশনের সাবেক সহ-সভাপতি ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন। মঙ্গলবার (১৮ নভেম্বর) গভীর রাতে তিনি নিয়মিত ফ্লাইটে ঢাকায় পৌঁছান।

বুধবার (১৯ নভেম্বর) সকালে গণমাধ্যমকে তিনি জানান, যুক্তরাষ্ট্রে অবস্থানকালে বিশ্ববিদ্যালয়ের ছুটিসংক্রান্ত নানা কাজ সম্পন্ন করেছেন এবং ১৩ নভেম্বর টেক্সাস বিশ্ববিদ্যালয়ে একটি বক্তৃতা দিয়েছেন। তিনি আরও বলেন, “সফরকালে ১৩ নভেম্বর আমাকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়।”

পেশাগত কাজের অংশ হিসেবে ২ নভেম্বর যুক্তরাষ্ট্রে যান আলী রীয়াজ। ওই সফরে ১৩ নভেম্বর ইউনিভার্সিটি অব টেক্সাসে আয়োজিত এক সেমিনারে তিনি বাংলাদেশের মূল সংবিধান ও পরবর্তী সংশোধনীগুলো কীভাবে পরিচয়, জাতি ও জাতীয়তার প্রশ্নে রাজনৈতিক–সামাজিক বিভাজন তৈরি করেছে— সেই বিষয় নিয়ে বক্তব্য রাখেন।

অধ্যাপক আলী রীয়াজ জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন, যার মেয়াদ শেষ হয়েছে গত ৩১ অক্টোবর। দায়িত্বকালীন সময়ে কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে দুই দফা সংলাপ সম্পন্ন করে এবং জুলাইয়ে জাতীয় সনদের খসড়া তৈরি করে সরকারকে দেয়। পরে ২৭ অক্টোবর সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে সুপারিশ জমা দেয় কমিশন, যার ভিত্তিতেই সরকার ১৩ নভেম্বর জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ জারি করে।

একই দিনে অধ্যাপক আলী রীয়াজকে উপদেষ্টা পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের অধ্যাপক।

এম