জামায়াত, এনসিপিসহ ৬ দলের সঙ্গে ইসির সংলাপ চলছে

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৫, ১১:২৪ এএম
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে আজ বুধবার (১৯ নভেম্বর) ছয়টি দলের সঙ্গে মতবিনিময় শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। সকাল থেকে নির্বাচন ভবনে অনুষ্ঠিত এই প্রথম দিনের সংলাপে নির্বাচন প্রক্রিয়া, আচরণবিধি ও প্রযুক্তিগত ঝুঁকি মোকাবিলাসহ ১১টি বিষয়ে আলোচনা হয়।

যেসব দল অংশ নিয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামি, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএজেএমপি), ইনসানিয়াত বিপ্লব, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণসংহতি আন্দোলন এবং জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)

জামায়াতে ইসলামীর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়া, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, এবং সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির।

এনসিপির প্রতিনিধি হিসেবে অংশ নেন মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা।

গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে অংশ নেন প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানসহ আরও নেতারা।

সংলাপে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন, উপস্থিত ছিলেন অন্যান্য নির্বাচন কমিশনার ও ইসি কর্মকর্তারা।

সংলাপের আলোচ্য ১১ দফা

ইসি ঘোষিত ১১ দফা আলোচ্যসূচির মধ্যে রয়েছে— প্রার্থীদের নির্বাচনকালীন করণীয় ও আচরণবিধি কঠোরভাবে মানা, তফসিল ঘোষণার পর রাজনৈতিক দলের সঙ্গে অঙ্গীকারনামা স্বাক্ষর, বিদেশে ভোট ও ডাক ভোট বাস্তবায়ন, নির্বাচনি এজেন্ট নিয়োগ ও ব্যবস্থাপনার স্বচ্ছতা, ভুল তথ্য ও অপতথ্য প্রতিরোধ, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার রোধ, লিঙ্গ, ধর্ম, বর্ণ ভিত্তিক বিদ্বেষমূলক বক্তব্য বন্ধ, ধর্মীয় উপাসনালয় রাজনৈতিক প্রচারণায় ব্যবহার না করা এবং এআই–নির্মিত বিভ্রান্তিকর ভিডিও দিয়ে প্রতিপক্ষকে আক্রমণ না করা

ইসি সূত্র জানায়, প্রতিটি সেশনে সর্বোচ্চ ১৮ জন প্রতিনিধি অংশ নেবেন। সব মিলিয়ে ৫০ থেকে ৫৫টি নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে।

গত মঙ্গলবার ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের জানান, নভেম্বর মাসের মধ্যেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় শেষ করার লক্ষ্য রয়েছে কমিশনের। প্রতিদিন সকাল ও বিকেলে দুই দফায় মোট ছয়টি করে দলকে আলোচনায় অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হবে।

এম