সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সবাই ওয়াদাবদ্ধ: সিইসি

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৫, ১১:৫১ এএম

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজনের দায়িত্ব শুধুমাত্র নির্বাচন কমিশনের নয়, রাজনৈতিক দলগুলোরও জাতির প্রতি সমান ওয়াদা রয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের শুরুতে তিনি এ কথা বলেন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিয়মিত সংলাপ করছে নির্বাচন কমিশন। এরই ধারাবাহিকতায় আজ বিএনপি ও জামায়াতসহ ১৩ দলের সঙ্গে সংলাপে বসেছে ইসি।

প্রথম দফায় সকালে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি–এনসিপি, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি, ইনসানিয়াত বিপ্লব, গণসংহতি আন্দোলন ও জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন–এনডিএম এবং বাংলাদেশ লেবার পার্টির সাথে সংলাপে বসেছে ইসি।

অন্যদিকে বেলা ২টা থেকে বিএনপি, বাংলাদেশ জাতীয় পার্টি–বিজেপি, গণঅধিকার পরিষদ, নাগরিক ঐক্য, বাংলাদেশ রিপাবলিকান পার্টি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল সংলাপে অংশ নেবে। এর আগে গত দুই দিনে ২৪টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করে ইসি।

এর আগে, সংলাপে অংশ নেয়া রাজনৈতিক দলের নেতারা সুষ্ঠু ভোট আয়োজনে আচরণবিধি মানতে ইসির ক্ষমতা প্রয়োগের ওপর জোর দেন। এছাড়াও লেভেল প্লেইং ফিল্ড তৈরির আহ্বানও জানান তারা।

এম