প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে জেলা প্রশাসকদের (ডিসি) মতবিনিময় সভায় ওয়াজ মাহফিলে রাজনৈতিক বক্তব্য নিষিদ্ধ করার বিষয়ে কোনো আলোচনা হয়নি। এমন সংবাদকে অসত্য দাবি করেছে প্রধান উপদেষ্টার অফিসের প্রেস উইং।
মঙ্গলবার (১৮ নভেম্বর) কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছিল, সোমবার প্রধান উপদেষ্টার সঙ্গে ৬৪ জেলার ডিসি ও আট বিভাগের বিভাগীয় কমিশনারদের বৈঠকে নির্বাচনী আচরণবিধিতে ওয়াজ মাহফিলে রাজনৈতিক বক্তব্য নিষিদ্ধ করার নির্দেশনা অন্তর্ভুক্ত করার প্রস্তাব এসেছে। প্রতিবেদনে নাম প্রকাশ না করা দুই ডিসির উদ্ধৃতি ব্যবহার করা হয়।
তবে সিএ প্রেস উইং ফ্যাক্টস এক ফেসবুক পোস্টে জানিয়েছে, বৈঠকে দুই জেলা প্রশাসক ও একজন বিভাগীয় কমিশনার বক্তব্য রাখলেও ওয়াজ মাহফিলে রাজনৈতিক বক্তব্য নিষিদ্ধ করার বিষয়ে কেউ আলোচনা করেননি। প্রধান উপদেষ্টার দিকনির্দেশনামূলক বক্তব্যেও এমন কোনো মন্তব্য নেই।
এর আগে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও সংবাদমাধ্যমে প্রকাশিত খবরকে মিথ্যা ও ভিত্তিহীন বলে মন্তব্য করেন।
এম