রাজধানীর শাহবাগে অবস্থিত বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল (পিজি হাসপাতাল) ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২৬ নভেম্বর) বেলা ১১টা ১৪ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১৮ মিনিটের প্রচেষ্টায় ১১টা ৩২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, হাসপাতালের এ ব্লকের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। তবে আগুনের উৎস কী এবং কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না—তা এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি।
ঘটনার সময় শাহবাগ মোড় দিয়ে যাতায়াতকারী পথচারী ও স্থানীয়রা ভবনের দিক থেকে কালো ধোঁয়া বের হতে দেখেন। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে হাসপাতালে থাকা রোগী ও স্বজনদের মাঝে। পরে ফায়ার সার্ভিস এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এম