পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২৫, ১০:৪৩ পিএম
ফাইল ছবি

আসন্ন শহীদ বুদ্ধিজীবী দিবস (১৪ ডিসেম্বর) এবং মহান বিজয় দিবস (১৬ ডিসেম্বর) শান্তিপূর্ণ ও মর্যাদাপূর্ণভাবে পালন নিশ্চিত করতে রাজধানীর পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্কতা বজায় রাখার নির্দেশ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

সোমবার (৮ ডিসেম্বর) রাজধানীর ডিএমপি হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত সমন্বয় সভায় এ নির্দেশনা দেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মো. সরওয়ার। তিনি বলেন,
“জাতীয় কর্মসূচি সফলভাবে সম্পন্ন করতে জনবল মোতায়েনের ক্ষেত্রে কোনো ধরনের দেরি কিংবা শৈথিল্য রাখা যাবে না। সব ইউনিটকে সর্বোচ্চ সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে।”

তিনি আরও জানান, দুই জাতীয় দিবসকে ঘিরে রাজধানীতে বিশেষ নিরাপত্তা বলয় গঠন করা হবে, যাতে অনুষ্ঠানস্থল, স্মৃতিসৌধ এলাকা এবং গুরুত্বপূর্ণ পয়েন্টে পর্যাপ্ত পুলিশ সদস্য উপস্থিত থাকে।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস. এন. মো. নজরুল ইসলাম বলেন,
“দিবসগুলো নির্বিঘ্নে উদযাপন আমাদের সম্মিলিত দায়িত্ব। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে যাতে কোনো ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনমনে অস্থিরতা সৃষ্টি না হয়, সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।”

তিনি কর্মকর্তাদের পেশাগত দায়িত্ব পালনে কঠোর শৃঙ্খলা ও সতর্কতা বজায় রাখার তাগিদ দেন।

সভায় ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস) মোহাম্মদ শহীদুল্লাহ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে দুই দিবস উপলক্ষে গৃহীত নিরাপত্তা ব্যবস্থার পূর্ণাঙ্গ পরিকল্পনা তুলে ধরেন। এতে ট্রাফিক নিয়ন্ত্রণ, ভেন্যু নিরাপত্তা, ভিআইপি মুভমেন্ট, জরুরি প্রতিক্রিয়া এবং ফোর্স মোতায়েনের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

এম