৬ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পুলিশের সহায়তায় সচিবালয় ছাড়লেন অর্থ উপদেষ্টা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২৫, ১১:১৬ পিএম

সচিবালয়ে ছয় ঘণ্টার বেশি সময় ধরে অবরুদ্ধ থাকার পর অবশেষে পুলিশের সহায়তায় দফতর ছাড়লেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বুধবার রাত ৮টার দিকে তিনি সচিবালয়ের ১১ নম্বর ভবন থেকে বেরিয়ে যান।

বিকেল আড়াইটার দিকে সচিবালয়ে কর্মরত বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা তাকে তার দফতরে অবরুদ্ধ করে রাখেন। ভাতা ও রেশনের দাবিতে কর্মচারীরা চতুর্থ তলায় অর্থ উপদেষ্টার কক্ষের সামনে অবস্থান নেন এবং বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

এর আগে কর্মচারীদের দাবিগুলো নিয়ে আলোচনা করার জন্য অর্থ উপদেষ্টা তাদের দফতরে ডাকেন এবং আগামী বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) এর মধ্যে সমাধানের আশ্বাস দেন। তবে আন্দোলনকারীরা তা প্রত্যাখ্যান করে একই দিনেই দাবি বাস্তবায়নের আল্টিমেটাম দেন। পরে পুলিশি নিরাপত্তায় অর্থ উপদেষ্টা সচিবালয় ছাড়েন, এ সময় কর্মচারীরা বাধা দেননি।

বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের একাংশের সভাপতি বাদিউল কবির জানান, দীর্ঘদিন ধরে ভাতা–সংক্রান্ত বেশ কিছু দাবি ঝুলে আছে। “সরকারি গেজেট জারি ছাড়া আমরা অবস্থান ছাড়ব না”— কর্মচারীদের এমন অবস্থানই আজকের পরিস্থিতি তৈরি করেছে বলে উল্লেখ করেন তিনি।

কর্মচারীদের অভিযোগ, রেশনভাতা এবং অন্যান্য আর্থিক সুবিধা নিয়ে বারবার আশ্বাস দিলেও বাস্তবায়নে তেমন অগ্রগতি নেই। নতুন পে–কমিশন গঠন হলেও বর্তমান সরকারের মেয়াদে তা কার্যকর না হওয়ার ঘোষণা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। এ কারণেই দুপুরের পর থেকে কর্মচারীরা দলবদ্ধ হয়ে অর্থ উপদেষ্টাকে দফতরে আটকে রাখেন।

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ এগিয়ে আসে এবং রাতের দিকে তিনি নিরাপদে সচিবালয় ত্যাগ করেন। কর্মচারীরা তাদের অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন।

এম